বুধবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সাভার থানা রোডের বৌবাজার থেকে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাভার থানা বাসস্ট্যান্ড হয়ে গেন্ডা দিয়ে ঘুরে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশ প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় যুবলীগ নেতা জিএস মিজান বলেন, আমদের দীর্ঘদিনের প্রত্যাশিত গ্রেনেড হামলা মামলার রায় ঘোষাণা করা হচ্ছে। ঢাকা জেলা যুবলীগের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের সব ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে রুখে দিতে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। রায়কে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা বরদাস্ত করবো না। যদি কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাদের প্রতিহত করতে যুবলীগের নেতকর্মীরাই যথেষ্ট।
এদিকে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা এনামুর রহমানও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন।
এছাড়া রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় মর্ডান প্লাজার সামনে নেতকর্মীদের সঙ্গে নিয়ে অবস্থান করছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ লিটন।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে সংসদ সদস্য আব্দুল মালেকের নেতৃত্বে মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
আরআর