বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে বুধবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসযাত্রী নীলফামারীর জয়তুণ্ডী পুঠিহারা গ্রামের আঞ্জুমান আরা, একই জেলার জলঢাকার শিমুলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম ও টাঙ্গাইলের শান্তিনগর এলাকার সামছুল হকের মেয়ে শামীমা আহত হন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমবিএইচ/ওএইচ/