ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার মামলায় বিএনপি নেতা কায়কোবাদ মামুন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
নাশকতার মামলায় বিএনপি নেতা কায়কোবাদ মামুন গ্রেফতার

ময়মনসিংহ: নাশকতার মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ অক্টোবর)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের নওমহল এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিনগত রাতে নাশকতার অভিযোগে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ মামলায় এজাহারভুক্ত আসামি কায়কোবাদ মামুন।  

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের আঠারবাড়ী বিল্ডিং এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করে দক্ষিণ জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।