ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইলে জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
নড়াইলে জামায়াতের সেক্রেটারিসহ আটক ৩  আটক জামায়াতের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

নড়াইল: গোপন বৈঠক করার সময় নড়াইল জেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলজিতপুর থেকে তাদের আটক করা হয়।
 
আটক নেতাকর্মীরা হলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলার কোমখালী গ্রামের বাসিন্দা আতাউর রহমান বাচ্চু (৪৫), আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য চৌগাছা গ্রামের আবুল হাসান (৪৮) ও দলজিতপুর গ্রামের জামায়াত নেতা শরিফুজ্জামান (৬০)।

পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার দলজিতপুর গ্রামের আইয়ুব সিকদারের বাড়িতে নাশকতার পরিকল্পনায় বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় জেলা জামায়াতের সেক্রেটারিসহ তিনজনকে আটক করা হয়।  

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।