ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টের সমন্বয়-স্টিয়ারিং কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ঐক্যফ্রন্টের সমন্বয়-স্টিয়ারিং কমিটি গঠন ঐক্যফ্রন্টের নেতারা। ফাইল ফটো

ঢাকা: লিয়োজাঁ কমিটি গঠনের পর এবার সমন্বয় ও স্টিয়ারিং কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। 

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ঐক্যফ্রন্টের বৈঠকে এই কমিটি গঠন করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন শীর্ষ নেতা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমন্বয় কমিটিতে রয়েছেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, মনিরুল হক চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব,  নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম ও ডা. জাহেদ উর রহমান, জেএসডির
তানিয়া রব, আব্দুল মালেক রতন ও শহিদুদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে আ ও ম শফিকুল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমেদ।

এছাড়া শীর্ষনেতাদের সমন্বয়েও আলাদা একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নাম জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
টিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।