শুক্রবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বোয়াফ আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ আবার পাকিস্তানে পরিণত হয়েছিল।
বঙ্গবন্ধু সম্পূর্ণরূপে এ দেশ থেকে সাম্প্রদায়িকতা দূর করেছিলেন উল্লেখ করে বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলা থেকে আবার সাম্প্রদায়িক বাংলা বানিয়েছিল জিয়াউর রহমানের মতো কিছু স্বাধীনতাবিরোধী শক্তি। যারা সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদকে ছুড়ে ফেলে দিয়েছিল। আমাদের সবার জেনে রাখা উচিত, এ ধরনের অপশক্তি দু’টি জিনিস কে ভয় পায়। প্রথমত, প্রগতিশীল সমাজ দ্বিতীয়ত, নারী শক্তি।
জাতীয় ঐক্য ফ্রন্টের বিষয়ে বক্তারা বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করে আবারও সাম্প্রদায়িক শাসনামল প্রতিষ্ঠা করতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। যারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী তাদের নিয়ে এই ঐক্যফ্রন্ট গঠিত।
বোয়াফের সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবীব, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ও জাফর ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্ববর ০২, ২০১৮
এমএএম/আরআর