ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় আ’লীগ কার্যালয়ে বোমা, জামায়াত আমিরসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
খুলনায় আ’লীগ কার্যালয়ে বোমা, জামায়াত আমিরসহ আটক ৩

খুলনা: খুলনার ফুলতলা উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেলা জামায়াতের আমির (উওর) ইমরান হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত ৮টা ১৫ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হলেও এতে কেউ হতাহত হয়নি।

ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু বাংলানিউজকে জানান, বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি এবং দলের নেতাকর্মীরা বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় নির্বাচনী কাজে ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।