ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ-৪ আসনে আবারো জয়ী রওশন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ময়মনসিংহ-৪ আসনে আবারো জয়ী রওশন এরশাদ বেগম রওশন এরশাদ

ময়মনসিংহ: ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন বেগম রওশন এরশাদ। 

১৭৬টি ভোট কেন্দ্রের ফলাফলে তিনি ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৫৩ ভোট।



রোববার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।  

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ নির্বাচনে মোট ৬৭ দশমিক ৫৪ শতাংশ ভোট পড়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৯৫৯ ভোট।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে নগরীর রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে ভোটের ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার করেন রওশন এরশাদ।  

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় এ আসন থেকে তিনি দ্বিতীয়বার এবং সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।