ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আ’লীগ কর্মী নিহত

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহেব আলী মাতুব্বর (৫৮) নামে এক আওয়ামী লীগ কর্মী ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ অন্তত ছয়জন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কালিকাপুরে এ ঘটনা ঘটে।  

নিহত শাহেব আলীর বাড়ি একই এলাকায়।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজুর রহমান আকনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহেব আলী মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে কালিকাপুর বাজারে এজাজুর রহমানের লোকজন শাহেব আলীকে একা পেয়ে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শাহেব আলীসহ অন্তত সাতজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে শাহেব আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।