ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেয়ারবাজার লুটকারী সবাই আ’লীগের: ফারুক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
শেয়ারবাজার লুটকারী সবাই আ’লীগের: ফারুক মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা: এ অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই করতে জনগণ প্রস্তুত। লড়াই করেই ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। যারা গরিবের সম্পদ লুট করে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা সবাই এ অবৈধ ও বিনাভোটের সরকারের লোক।

শেয়ারবাজার লুটের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।  

জয়নুল আবদিন ফারুক বলেন, একদিনে যে দেশের শেয়ারবাজার থেকে তিন হাজার কোটি টাকা লুট হয়ে যায় সে দেশের সরকার নিশ্চুপ কেন আমি বুঝতে পারছি না? আমার কাছে মনে হয় বসে থাকার কারণ এটাই তারা দেশের আইন, গণতন্ত্র ও বিরোধীদলকে তোয়াক্কা করে না।

তারা বিরোধীদলকে সমাবেশ করতে দেয় না। পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত সরকার।

শেয়ারবাজার লুটকারীরা আওয়ামী পরিবারের সদস্য মন্তব্য করে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশের সম্পদ লুটকারী হিসেবে যারা চিহ্নিত, সেই আওয়ামী লীগ সরকারের কাছে দাবি পেশ করে লাভ কী? আমি ঠিক বুঝতে পারছি না?। বিবেকের কাছে আমি একটি প্রশ্নের উত্তর খুঁজে পাই না-গরিবের সম্পদ লুটকারীদের বিচার কেন হয় না?

জয়নুল আবদিন ফারুক বলেন, মাত্র দুই কোটি টাকা আত্মসাতের কাল্পনিক মামলায় পিজি হাসপাতালের একটি ছোট্ট রুমে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ক্ষমতায় থাকতে তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমার দলের কেউ যদি গরিবের টাকা লুট করার দায়ে অভিযুক্ত হয়ে থাকে তালিকা দিন তাদের বের করে দেবো, আইনের হাতে সোপর্দ করবো।

তিনি বলেন, জনগণ আপনাদের কাছে জিম্মি নয়। কিছু প্রশাসনের কাছে জিম্মি । তাই জনগণের দাবি নিয়ে আমাদের রাজপথে নামতে হবে। এ দাবি শুধু বিএনপির নয়, শেয়ারবাজারে যারা টাকা খুইয়েছেন তাদের সবার দাবি। এ দাবি নিয়ে মাঠে নামতে হবে।

সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, কৃষকদলের সদস্য মিয়া মো. আনোয়ার, মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।