ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণপিটুনির পেছনে রাজনীতি খুঁজছে সরকার: জোনায়েদ সাকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
গণপিটুনির পেছনে রাজনীতি খুঁজছে সরকার: জোনায়েদ সাকি জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত সমাবেশ/ছবি- শাকিল

ঢাকা: ‘গুজবের কারণে এখন নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। অথচ এই হত্যার প্রকৃত কারণ না খুঁজে সরকার এসব হত্যার পেছনে রাজনীতি খুঁজছে। রাজনীতি না খুঁজে যারা গুজব ছড়াচ্ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনুন।’

শুক্রবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এ সরকার জনগণের দিকে তাদের কোনো দৃষ্টি নেই।

তারা লুটপাট, অর্থপাচার নিয়ে সর্বদা ব্যস্ত। আজ গুজবের কারণে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অথচ সরকার এর পেছনে রাজনীতি খুঁজছে’।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় অনেক হতাহত হয়েছে, তাদের (সরকার) সেদিকে তাকানোর সময় নেই অভিযোগ করে তিনি বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় জনপ্রতি মাত্র দেড় টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে মেয়ররা বিভিন্ন মন্তব্য করছেন, অথচ অকেজো ওষুধের ব্যবহার এখনও থেমে নেই’।

তিনি বলেন, ‘দেশের মধ্যে যখন বন্যা, ডেঙ্গু নিয়ে হৈচৈ পড়ে গেছে। এর মধ্যে গুজবের আতঙ্ক বহুগুণে বেড়েছে, ঠিক সেই সময় শেয়ারবাজার থেকে ২৭ হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে। অভিযোগ এসেছে যারা এর আগে শেয়ারবাজার থেকে লুটপাট করেছে তারাই আবার এখন এই লুটপাটের সঙ্গে জড়িত’।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, মনির হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।