ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়নের শীর্ষ ৫ নেতাকে হত্যার হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
ছাত্র ইউনিয়নের শীর্ষ ৫ নেতাকে হত্যার হুমকি এই পাঁচ নেতা পেয়েছেন হত্যার হুমকি

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেলসহ শীর্ষ পাঁচ নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফয়েজ উল্ল্যাহ ফয়েজ, ঢাকা মহানগর সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহর লাল রায়, কেন্দ্রীয় সংসদের শিক্ষা গবেষণা সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ঢাকা জেলা সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম সাব্বিরকে হত্যার হুমকি দেওয়া হয়।


 
আব্দুল হালিম নামে জনৈক ব্যক্তি ভোলা জেলার চর ফ্যাশনের ঠিকানা উল্লেখ করে ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ত্যাগ করুন। না হলে আপনাদের হত্যা করা হবে। আমরা সেখানে ইসলাম প্রতিষ্ঠা করবো।
 
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায় একটি যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ছাত্র ইউনিয়ন আগের মতো সব হুমকি উপেক্ষা করে শিক্ষাঙ্গনে সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে।
 
এ ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শনিবার (২৭ জুলাই শাহবাগ) থানায় অভিযোগ দায়ের করবে বলেও জানান নেতারা।  
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।