ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেরানীগঞ্জে হবে ৫০০ শয্যার হাসপাতাল

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
কেরানীগঞ্জে হবে ৫০০ শয্যার হাসপাতাল

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে ৫০০ শয্যা হাসপাতাল করা হবে বলে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। কেরানীগঞ্জেও সেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে কেরানীগঞ্জে সব রাস্তাঘাট পাকা হয়ে গেছে।

শনিবার (২৭ জুলাই) বিকেলে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তরিত হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এসময় তিনি মীর আসাদ হোসেন টিটুকে আগানগর ইউনিয়নের সভাপতি ও অ্যাডভোকেট জাকির আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।

সম্মেলনে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হক আসুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহীন আহমেদ।  

আরো বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল হক, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন, আগানগর ইউপি চেয়াম্যান জাহাঙ্গীর শাহ খুশী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব ও ইউপি সদস্য রাসেল।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।