ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঘরে-বাইরে ভয় দূর করতে হবে: বি. চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ঘরে-বাইরে ভয় দূর করতে হবে: বি. চৌধুরী বি. চৌধুরী

ঢাকা:  যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন ঘরে-বাইরে, গাড়িতে সব জায়গাতে ভয় দূর করে দেশে শান্তি-সুখের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার  (২৭ জুলাই) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেমিনার হলে বাংলাদেশ পিপলস্ পার্টি বিপিপি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।

বি. চৌধুরী বলেন, ঘরে-বাইরে, গাড়িতে সব জায়গাতে ভয়, এটা দূর করতে হবে।

আমরা শান্তির রাজনীতি, সুখের রাজনীতি চাই। আমাদের দেশকে শান্তি-সুখের বাংলাদেশে পরিণত করতে হবে। ইতিমধ্যে আমাদের উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি বিশ্বকে চমৎকৃত করেছে।  

তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের উদার গণতন্ত্র এবং সহনশীলতার রাজনীতির স্বপক্ষে এমনিভাবে এগিয়ে যেতে পারলে পৃথিবীতে তাও একটি দৃষ্টান্ত হবে।

বি. চৌধুরী বলেন, পদ্মা সেতু বন্ধ করার জন্য ষড়যন্ত্রকারীরা গুজব ছড়াচ্ছে যে, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে। এই গুজবটি রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।  

সামাজিক অস্থিরতা ও অপরাধ বেড়ে যাওয়ার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যেসব রাজনৈতিক দল এই পরিকল্পনার সঙ্গে জড়িত তাদের দেশপ্রেম নেই।  

বি. চৌধুরী কারো নাম উল্লেখ না করে বলেন, কেউ কেউ বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে, কিন্তু তাদের বক্তব্য অসত্য। সম্প্রতি সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী আমেরিকায় গিয়ে যে বক্তব্য রেখেছেন তা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাংলাদেশ থেকে হিন্দু, মুসলিমসহ একটি বিরাট জনগোষ্ঠী অনাবাসিক অথবা নাগরিক হিসেবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এসব দেশে বসবাস করছে। এদের একটি সঠিক পরিসংখ্যান নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় বিপিপির সভাপতি বাবুল সরদার চাখারীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ গণ সংস্কৃতি দলের সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন), বিকল্পধারার সহ সভাপতি এনায়েত কবীর।  

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা,  জুলাই ২৮ ,  ২০১৯
এমএইচ/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।