ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে চলছে ছাত্রলীগের একাংশের অর্ধদিবস হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
মাদারীপুরে চলছে ছাত্রলীগের একাংশের অর্ধদিবস হরতাল হেঁটে গন্তব্যে উদ্দেশে যাচ্ছেন পথচারীরা। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরকে অব্যাহতির প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছে জেলা ছাত্রলীগের একাংশ।

রোববার (২৮ জুলাই) ভোর ৬টা শুরু হওয়া এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত।  

এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীরকে অব্যাহতি দিয়ে বায়েজিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

ছাত্রলীগ নেতা তানভীরকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই জেলা ছাত্রলীগের একাংশ বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতালের ঘোষণা দিয়ে জেলা ছাত্রলীগের একাংশ শনিবার (২৭ জুলাই) শহরে লিফলেট বিতরণ করেছে। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও গণ-স্বাক্ষর কর্মসূচি পালন ও হরতালের সমর্থনে একটি মিছিলও বের করে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বাংলানিউজকে জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘিত্ন করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।