ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অরাজকতা দূর করতে জনগণের প্রলয় সৃষ্টি হবেই: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
অরাজকতা দূর করতে জনগণের প্রলয় সৃষ্টি হবেই: রিজভী

ঢাকা: ‘বিএনপির কেন্দ্রীয় অফিস গুজবের ফ্যাক্টরি’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলা, জনগণের দুঃখ-দুর্দশা-সরকারের লুটপাট, দুর্নীতি-শেয়ার বাজার লুট-ব্যাংক লুটের বিরুদ্ধে কথা বলাই কী গুজব?

রোববার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ এক সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, সেতুমন্ত্রীর ভাষায় দুর্নীতির উন্নয়নের পালকি এগিয়ে যাওয়ার কথাই কি শুধু বলতে হবে? গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দেশে আইয়ুব খান মডেলের উন্নয়নের জয়গানই কী গাইতে হবে? মনে হয় তাহলেই সেতুমন্ত্রীরা খুশি থাকবেন।

তবে যে বাতাবরণটি বাংলাদেশের রাজনীতিতে আবর্তিত হচ্ছে তাতে শত জুলুমের মুখেও বিএনপি সত্য উচ্চারণ করে যাবে। বিদ্যমান চারিদিকের ভয়ঙ্কর অরাজকতা দূর করতে জনগণের প্রলয় সৃষ্টি হবেই।

রিজভীর ভাষায়, বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে। বিএনপির পক্ষ থেকে তার গুরুতর অসুস্থতার কথা জাতির সামনে বারবার তুলে ধরা হয়েছে। অথচ চিকিৎসা হয়েছে তার ইচ্ছার বাইরে, নামকাওয়াস্তে। শনিবারও সেতুমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কটাক্ষ করেছেন। এখন তার অবস্থান জীবন-মৃত্যুর লড়াইয়ের মধ্যে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তার নিয়ন্ত্রণহীন ব্লাডসুগার। জিহ্বার আলসারের কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে, যা দিনকে দিন আরও গুরুতর হচ্ছে। ফলে তিনি কিছুই খেতে পারছেন না। আর্থ্রাইটিস ও ফ্রোজেন শোল্ডার সমস্যার কারণে স্বাস্থ্যের আরও গুরুতর অবনতি ঘটছে।

তিনি খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে তার পছন্দ অনুযায়ী বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগের দেওয়ার দাবি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে চক্ষু চিকিৎসার সমালোচনা করে রিজভী বলেন, চক্ষু চিকিৎসার জন্য লম্বা ছুটি নিয়ে সুদূর লন্ডন গেলেন। এখন তিনি দ্বিতীয় দফায় লন্ডনে, সেটিও নাকি চিকিৎসার জন্য। মানুষ এত দ্রুত কি করে তার অবস্থান পাল্টাতে পারে? তিনি যা বলেন, করেন তার উল্টা। এজন্যই হয়তো প্রখ্যাত ইংরেজ নাট্যকার ও কবি শেক্সপিয়ার বলেছেন-‘পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি মানব-মানবী সেখানে অভিনেতা’।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।