ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগকর্মীদের নামে মামলা ষড়যন্ত্রের অংশ: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
আ’লীগকর্মীদের নামে মামলা ষড়যন্ত্রের অংশ: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এ এলাকায় একটি মামলা হয়েছে, এলাকার মানুষ খুব ক্ষুব্ধ। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি।

রোববার (২৮ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শামীম ওসমান বলেন, সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে একজন প্রতিবন্ধী মারা গেছে, ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগের ৭৫ জন নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের নাম দেওয়া হয়েছে।

এ মিটিংয়ে আসার আগে এসপি (পুলিশ সুপার হারুনুর রশিদ) সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি এসপি সাহেবকে বিষয়টা বলেছি। ঢাকার ডিআইজি অবগত হয়েছেন। আমাকে পুলিশ সুপার বলেছেন, এ মামলায় যাদের নাম দেওয়া হয়েছে, অন্যায়ভাবে নাম দেওয়া হয়েছে। আমি মনে করি এইটা একটা ষড়যন্ত্রের পার্ট। আমাকে পুলিশ সুপার কথা দিয়েছেন, তিনি তদন্ত করবেন। মামলায় আসামি যারা হয়েছেন তাদের ধরাতো বহু দূরের কথা।  

এ সংসদ সদস্য বলেন, এই মামলাটা করলো কে? কী উদ্দেশ্যে করলো? ১ নম্বর ওয়ার্ডে ঘটনা ঘটবে, ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা মামলা খেয়ে যাবেন? তাও শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাবস্থায়? আমরা কিন্তু এমপি হওয়ার জন্য রাজনীতি করি না, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আন্দোলনে নেমে রাজনীতিতে এসেছি।  

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।