সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
জানা যায়, রোববার রাতে ইউনিয়নের নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পলোয়ান বাজারের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েক কর্মী। রাত ৮টার দিকে হঠাৎ শিবিরের কয়েকজন কর্মী এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এসময় আতঙ্কগ্রস্ত হয়ে স্থানীয়রা দিকবিদিক ছুটোছুটি করে পালিয়ে যায়।
একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাধা দিতে গেলে শিবিরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় শিবিরের কয়েকজন দোকানে ঢুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন।
** বেগমগঞ্জে শিবিরের হামলায় গুলিবিদ্ধসহ আহত ছাত্রলীগের পাঁচজন
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ