ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না: ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না: ফখরুল আগুনে পুড়ে যাওয়া বস্তিতে পরিদর্শনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এজন্য এধরনের ঘটনা বারবার ঘটছে। জনগণের সরকার হলে তারা জনগণের কথা ভাবতো।

বুধবার (১১ মার্চ) দুপুর সোয়া ২টায় রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় লাগা আগুনে পুড়ে যাওয়া বস্তিতে পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ আগুন পরিকল্পিত বলে বস্তির মানুষের অভিযোগ।

আমরাও তাই মনে করছি। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান তিনি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের গেলো নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেন, দুর্যোগ মোকাবিলায় এ সরকার ব্যর্থ হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিলে এধরনের দুর্যোগ এড়ানো যেত।

এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।