ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ নেই: জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ নেই: জাহাঙ্গীর

ঢাকা: নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহযোগিতা করছে না। এত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতন আন্দোলন শুরু হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কতটা আশাবাদী জানতে চাইলে এস এম জাহাঙ্গীর বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করেনি। তারা সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে ভোট ছিনতাই করে নির্বাচন করেছে। এবার ইভিএমে নিবার্চন। তারপরও কারচুপি করার চেষ্টায় লিপ্ত আছে। আমরা চেষ্টা করবো, এটাকে প্রতিহত করার জন্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি কেন্দ্রে যাওয়ার জন্য। আর নিবার্চন কমিশন ও প্রশাসনের কাছে অনুরোধ থাকবে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নিরপেক্ষ করার চেষ্টা করুন। এবার কারচুপি না করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে এটাই আমার প্রত্যাশা।

বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের দিন মাঠে থাকে না এ অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, এ অভিযোগ সত্য নয়। বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকতে চায়। ক্ষমতসীনদের হামলা এবং প্রশাসনের চাপে তারা মাঠে টিকে থাকতে পারে না। কিন্তু এবার শত বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে, ভোটার যাবে।

আওয়ামী লীগের প্রার্থীর উদ্দেশে জাহাঙ্গীর বলেন, এ নির্বাচনে হেরে গেলে তো আপনাদের ক্ষমতা হারাতে হচ্ছে না। বরং ভোটারদের সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দিলে আপনাদেরই লাভ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।