ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দীঘিনালায় পর্যটকদের গাড়িসহ ৪ গাড়ি ভাঙচুর, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
দীঘিনালায় পর্যটকদের গাড়িসহ ৪ গাড়ি ভাঙচুর, আটক ৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। এ সময় সাজেকগামী পর্যটকদের গাড়িতে হামলা ও অন্তত ৩/৪টি গাড়ি ভাঙচুর হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন-দীঘিনালা ছাত্রলীগের অপু চৌধুরী, বাবলু চৌধুরী, আমানুর রহমান শান্ত।

জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথ স্বাক্ষরে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।  

এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা রোববার সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার। জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো পৌঁছলে হামলা ও ভাঙচুর চালানো হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব পর্যটকবাহী একটি গাড়ির গ্লাস ভাঙচুরের কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।