ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দিতে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের মতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
সারিয়াকান্দিতে প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের মতি

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মতিউর রহমান মতি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ওই পৌরসভায় ‘নৌকা’ প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সারিয়াকান্দি পৌরসভার সাবেক টিকাদান কর্মী মতিউর রহমান মতির পদত্যাগ মন্ত্রণালয় গ্রহণ করেনি- এ অভিযোগে রিটার্নিং কর্মকর্তা গত ২২ ডিসেম্বর তার প্রার্থিতা বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে মতিউর রহমান মতি নিয়ম অনুযায়ী বগুড়া জেলা প্রশাসকের দপ্তরে আপিল করেন।

সোমবার (২৮ ডিসেম্বর) এক আদেশে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক মতিউর রহমান মতির প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেন।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিউর রহমান মতির আপিল মঞ্জুর হয়েছে। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি তার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসায় মেয়র পদে বর্তমানে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো পাঁচ জন। অন্য চারজনের দু’জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

বিদ্রোহী প্রার্থীরা তারা হলেন- বর্তমান মেয়র সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ফারাজী। এছাড়া বিএনপি মনোনয়নে লড়ছেন সাবেক মেয়র টিপু সুলতানের স্ত্রী সাবিনা ইয়াসমিন বেবি ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলী আজগর।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।