ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে কাদের মির্জার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
কোম্পানীগঞ্জে শান্তি ফেরাতে কাদের মির্জার আহ্বান আবদুল কাদের মির্জা।

নোয়াখালী: কোম্পানীগঞ্জের চলমান সংকট কাটিয়ে শান্তির জনপদে রূপান্তর করতে কয়েকটি প্রস্তাব রেখেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার (২১ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ প্রস্তাব রাখেন।

 

আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ আমাদের শান্তির জনপদ। আমাদের প্রিয় কোম্পানীগঞ্জে যেন রক্তপাত, সংঘাত, সংঘর্ষ না হয়। এ জন্য অস্ত্রমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিবাজমুক্ত কোম্পানীগঞ্জ গড়তে হবে।

আবদুল কাদের মির্জা দেওয়া প্রস্তাবনা:

নোয়াখালীর যে সব প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছেন কোম্পানীগঞ্জ থেকে তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে।  

সাংবাদিক মুজাক্কির ও অটোরিকশাচালক আলাউদ্দিন হত্যার ঘটনায় প্রশাসনের তথ্যের ভিত্তিতে দ্রুত বিচার শুরু করতে হবে এবং তাদের পরিবার যেন ন্যায় বিচার পায়, সে ব্যবস্থা করতে হবে।

আমার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের ওপর হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে হবে।  

গত তিন মাসে দায়ের করা সব মামলার দ্রুত সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।  

নিরপেক্ষভাবে পুলিশের নির্যাতনের মামলার বিচার করতে হবে।  

কোম্পানীগঞ্জের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।  

কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও প্রশাসনিক অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে।  

কোম্পানীগঞ্জে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। গত তিন মাসে অন্যায়ভাবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে।

কোম্পানীগঞ্জে গত তিন মাসে যারা নৈপথ্যে থেকে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের নাম প্রকাশ করতে হবে।  

পৌরসভা নির্বাচন শেষে শপথ নিতে যাওয়ার পথে দাগনভূঁঞায় আমার ওপর হামলার বিচার করতে হবে।

এছাড়া আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগ করেছেন এবং ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।