ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

করোনায় মারা গেলেন সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
করোনায় মারা গেলেন সাবেক এমপি ব্যারিস্টার জিয়াউর রহমান ব্যারিস্টার জিয়াউর রহমান

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান আর নেই।  

শনিবার(২৪ এপ্রিল) রাত ১০টায় রাজধানীর ইমপালস হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।  

ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে চার বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাবা আতাউর রহমান খান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ও ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় প্রধানমন্ত্রী ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।