ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের ঢাকা মহানগরের ৪ শাখায় আহ্বায়ক কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
ছাত্রদলের ঢাকা মহানগরের ৪ শাখায় আহ্বায়ক কমিটি

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমের প্রতিটি শাখায় দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর ছাত্রদলের কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের দুই  সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

গঠিত কমিটি অনুযায়ী যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—
মহানগর উত্তরের আহ্বায়ক জসিম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল।

মহানগর দক্ষিণের আহ্বায়ক শাহ আলম পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়।

মহানগর পূর্ব আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন।

মহানগর পশ্চিম আহ্বায়ক মহসিন সিদ্দিকী রনি, সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।