ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার ওপর হামলা, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
ইউএনওকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুবলীগ নেতার ওপর হামলা, আহত ২

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শুভেচ্ছা জানাতে ফুল দিতে গিয়ে হামলায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. নাছির উদ্দিন সিপাইসহ দুইজন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতার ওপর হামলাকারী তরুণ মো. নবীন হোসেন (১৮) আহত হয়েছেন।

 

রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।

আহত যুবলীগ নেতা নাছির উদ্দিন সেপাই জানান, ওই দিন তিনি নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানমের সঙ্গে দলীয় কর্মীদের নিয়ে শুভেচ্ছা জানাতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান খানের ছেলে যুবলীগ নেতা নবীন অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই হামলার পরে হামলাকারী নবীনকে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও যুবলীগের কর্মীরা আটকে মারধর করেন।

নবীনের বাবা মো. নুরুজ্জামান খান জানান, নবীন মোটরসাইকেলে উপজেলা পরিষদের সামনে এলে নাসির সেপাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন নবীনকে নাসির সেপাই চড় থাপ্পর মারে। এতে নবীন ক্ষিপ্ত হয়ে নাসির সেপাইর ওপর হামলা করেন।

ইন্দুরকানী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম বাংলানিউজকে জানান, মারামারি ঘটনার পর আমার কার্যালয়ে বসে মিমাংসা করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মারামারির বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কোনো পক্ষ এ ব্যাপারে কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।