ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে আ.লীগ নেতা সৈয়দ টিটুর ঈদ সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
কিশোরগঞ্জে আ.লীগ নেতা সৈয়দ টিটুর ঈদ সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবি’র পরিচালক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

সোমবার (১৯ জুলাই) রাত ৯টা থেকে মধ্য রাত ১২টা পর্যন্ত তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১২৫টি পরিবারে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

প্রত্যেক পরিবারকে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু ও এক কেজি লবণ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়,  ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আলম মিয়া, জেলা যুবলীগ নেতা আবু তালেব আকন্দ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান বাপ্পী, মোহাম্মদ আফজাল, সাবেক সহ-সম্পাদক আশিকুর রহমান আশিক, আরিফুল ইসলাম, রাজু হোসেন, তানজিদ আহমেদ নাদিম, সাবেক উপ সম্পাদক মেহেদী হাসান তুষার, জেলা ছাত্রলীগ নেতা রাকিব আল হাসান, মনোয়ার হোসেন, পিয়াসসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।