ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

ঢাকা: দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে বিএনপি। দলীয় চেয়ারপারসন অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর লন্ডনে।

এরই মধ্যে চলছে করোনা মহামারি। সবমিলিয়ে ঈদের আনন্দ বলতে যা বোঝায় তা বিএনপিতে নেই বললেই চলে। তবু দিন যায় দিন আসে। ঈদ যায় ঈদ আসে। পালন করতে হয় স্বাভাবিক কারণেই। ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা এমন কথাই বললেন।  

দলের যুগ্ম-মহাসচিব ও সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বাংলানিউজকে বলেন, সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার পরপরই আমি নিজ নির্বাচনী এলাকা চাপাইনবাবগঞ্জে চলে এসেছি। এবারের ঈদুল আজহা এলাকায় থাকবো। ইতোমধ্যে গরু কিনেছি। এখানে পশু কোরবানি করবো।  

বিএনপির অন্য ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচ জন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু সবাই ঈদের দিন ঢাকায় থাকবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের পরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও যাবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, ঈদের দিন সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে দলের সিনিয়র নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

অন্যান্য ঈদের দিন সন্ধ্যায় চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ হলেও এবার করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতার মধ্যে সিডিউল হবে কিনা এখনো দলের পক্ষ থেকে জানানো হয়নি।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুল, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, মীর নাসির হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, জয়নাল আবদিন ফারুক, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু,  প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ- প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক ওবায়দুল হক চন্দন। এছাড়া বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, মহিলা দলের শীর্ষ নেতাদের নিজ নিজ এলাকায় ঈদের জামাত আদায় করার কথা রয়েছে।

ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, ড. মামুন আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, মাসুদ আহম্মেদ তালুকদার, সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, অর্থ বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ মাহমুদ শ্যামল, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, উপ- অর্থ সম্পাদক মাহমুদ হাসান বাবু, প্রকৌশলী ইশরাক হোসেন, তাবিথ আউয়াল ঢাকায় ঈদের জামাত আদায় করবেন।

দলের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম, উকিল আব্দুস সাত্তার, জাহিদুর রহমান নিজ এলাকায় ঈদের জামাত আদায় করার কথা রয়েছে।

খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম বকুল নিজ এলাকায় ঈদ করবেন।

বরিশাল বিভাগের নেতা বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন। চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এলাকায় ঈদের জামাত আদায় করবেন।

সিলেটের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুর হক চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন।

রাজশাহী বিভাগের নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন।

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন গাজীপুরের কাপাসিয়ায়, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে নিজ এলাকায় ঈদের জামাত আদায় করার কথা রয়েছে।

রংপুর বিভাগের নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুদু নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন।

ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন। কুমিল্লা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নিজ এলাকায় ঈদের জামাত আদায় করবেন।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঈদের পর বগুড়ায় গ্রামের বাড়ি যাবার কথা রয়েছে।

কারাগারে রয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী,  বিএনপি কেন্দ্রীয় নেতা লুৎফজ্জামান বাবর, ইসহাক সরকার।

বিদেশে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান ড. উসমান ফারুক, কায়কোবাদ হোসেন ও মোসাদ্দেক আলী ফালু।

দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ইতোমধ্যে নিজ এলাকা ময়মনসিংহে চলে গেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ঈদে বিএনপির কোনো আনন্দ নেই। করোনা ও রাজনীতিসহ বিভিন্ন কারণে ঈদ শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।

দেশবাসীর উদ্দেশে এমরান সালেহ প্রিন্স  বলেন, বর্তমানে করোনা মহামারি ব্যাপক আকার ধারণ করেছে। দেশে তেমন কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। টিকারও ব্যবস্থা হয়নি। এ অবস্থায় নিজেদের সুরক্ষা নিজেদের করতে হবে। দলের পক্ষ থেকে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।