ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

‌‘ক্রিকেটে গৌরবোজ্জ্বল জয় জাতির জন্য অনন্য ঈদ উপহার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
‌‘ক্রিকেটে গৌরবোজ্জ্বল জয় জাতির জন্য অনন্য ঈদ উপহার’

ঢাকা: জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।  

মঙ্গলবার (২০ জুলাই) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান কাদের বলেন, জিম্বাবুয়েকে তাদের মাঠে দারুণ নৈপুণ্যে হোয়াইট ওয়াশ করেছে টাইগার একাদশ। প্রমাণ হয়েছে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন পরাক্রমশালী শক্তি। ক্রিকেট দলের এ গৌরবোজ্জ্বল জয় জাতির জন্য অনন্য ঈদ উপহার। তিনি আশা প্রকাশ করে বলেন, সফরের টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের বিজয়ের ধারা অব্যাহত থাকবে।

জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এসএমএকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।