ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ফরহাদ জামান জনির বাবার মৃত্যুতে গণসংহতির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
ফরহাদ জামান জনির বাবার মৃত্যুতে গণসংহতির শোক

ঢাকা: গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব ফরহাদ জামান জনির বাবা ডা. সেলিম উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গণসংহতির শীর্ষ নেতারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, আমাদের সহযোদ্ধা ফরহাদ জামান জনির বাবার মৃত্যুতে আমরা ব্যাপকভাবে শোকাহত। মৃত্যু অবধারিত হলেও তা মেনে নেওয়া স্বজনদের জন্য কষ্টকর।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।