ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা ফাইল ফটো

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

সিপিসির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আওয়ামী লীগ ও সিপিসির মধ্যে আগামী দিনে আরও গভীর সম্পর্ক গড়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

সিপিসির ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বার্তা ও আওয়ামী লীগের প্রতিনিধি পাঠানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নেওয়ার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
টিআর/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।