ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

ঢাকা: সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় কুমিল্লা নগরের নানুয়া দীঘি এলাকায় একটি দুর্গাপূজার মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো গভীর উদ্বেগ প্রকাশ করে।  

সভা থেকে বলা হয়, ইতোপূর্বেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন অজুহাতে মন্দির আক্রমণ, প্রতিমা ভাঙচুর এখন ব্যাপকভাবেই ঘটছে, এমনকি লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনায় যুক্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছে। সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির কৌশল হিসেবে কিছু গোষ্ঠী বার বার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নূর আহমেদ বকুল, নজরুল ইসলাম হাক্কানি, জ্যোতি শংকর ঝন্টু, নজরুল ইসলাম নিলু, বশিরুল আলম, আলী আহমদ এনামুল হক এমরান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।