ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর বিএনপির কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
লক্ষ্মীপুর বিএনপির কমিটি ঘোষণা

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লক্ষ্মীপুর জেলা বিএনপির ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। নতুন কমিটিতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক, অ্যাডভোকেট হাসিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৫ অক্টোবর) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- আবুল খায়ের ভূঁইয়া (রায়পুর), এ বি এম আশরাফ উদ্দিন নিজান (রামগতি), নাজিম উদ্দিন আহমেদ (রামগঞ্জ), সিরাজুল ইসলাম সিরাজ (লক্ষ্মীপুর সদর পূর্ব), মনিরুল ইসলাম হাওলাদার (রায়পুর উপজেলা), অ্যাডভোকেট হাফিজুর রহমান (লক্ষ্মীপুর সদর পূর্ব), নিজাম উদ্দিন ভূঁইয়া (লক্ষ্মীপুর পৌর),  এ বি এম জিলানি (রায়পুর পৌর), অ্যাডভোকেট হারুনুর রশীদ বেপারী (লক্ষীপুর পৌর),  মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ লক্ষ্মীপুর সদর পূর্ব), নাজমুল ইসলাম মিঠু (রায়পুর উপজেলা), সাহেদ আলী পটু (রামগতি পৌর), মাহাবুবুর রহমান লিটন (লক্ষ্মীপুর পৌর), অধ্যাপক নিজাম উদ্দিন (লক্ষ্মীপুর পৌর), আনোয়ার হোসেন বাচ্চু (লক্ষ্মীপুর সদর পৌর), জাকির হোসেন মোল্লা (রামগঞ্জ পৌর), ভিপি আব্দুর রহিম (রামগঞ্জ উপজেলা), গোলাম কাদের (কমলনগর উপজেলা), ডা. জামাল উদ্দিন (রামগতি উপজেলা), নুরুল হুদা চৌধুরী (কমলনগর), আব্দুজ জাহের মিজি (রায়পুর পৌর), আল আমিন কমিশনার (রামগতি পৌর), মিয়া আলমগীর (রামগঞ্জ পৌর), আব্দুল করিম ভূঁইয়া মিজান (লক্ষীপুর সদর পশ্চিম), কামরুজ্জামান সোহেল (লক্ষ্মীপুর সদর পশ্চিম), শেখ মাহবুবুর রহমান বাহার (রামগঞ্জ উপজেলা), তোফায়েল আহমেদ (রামগঞ্জ উপজেলা), সাবেরা আনোয়ার (লক্ষ্মীপুর পৌর), হোসনে আরা বাশার (কমলনগর উপজেলা) ও ফারজানা মজুমদার জনি (রামগঞ্জ পৌর)।

২০১০ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত জেলা সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া সভাপতি ও সাহাবুদ্দিন সাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৯ বছর পর ২০১৯ সালের ১০ এপ্রিল এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর গত প্রায় আড়াই বছর লক্ষ্মীপুরে বিএনপির কমিটি ছিল না।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এমএইচ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।