ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আলীকদম আ.লীগের ২ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আলীকদম আ.লীগের ২ নেতা বহিষ্কার

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।

বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক-১ লক্ষীপদ দাশ স্বাক্ষরিত এবং জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মার্মা ও যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুকের স্বাক্ষরিত দুইটি আলাদা চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

 

বহিষ্কৃতরা হলেন- আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কফিল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী।

সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে দুই ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলীকদম সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) আনোয়ার জিহাদ চৌধুরী, ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফোগ্য মার্মা ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে এম. কফিল উদ্দিন নির্বাচনে অংশ নিয়েছেন।

বহিষ্কারের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা বাংলানিউজকে বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে দলের দুই নেতা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রের চরমপরিপন্থী কাজ। তাই তাদের বহিষ্কার করা হয়েছে।  

তিনি আরো বলেন, দলের নির্দেশনা না মেনে যারা বহিষ্কৃতদের পক্ষে কাজ করবে তাদেরও বহিষ্কার করা হবে। বহিষ্কারের চিঠি বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়েছে, বহিষ্কার হওয়ার পর থেকে বহিষ্কৃতরা দলীয় কোনো পদবী ব্যবহার করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।