ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগে বেইমানের স্থান নেই: মির্জা আজম

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আ.লীগে বেইমানের স্থান নেই: মির্জা আজম

জামালপুর: আওয়ামী লীগে কোনো বিশ্বাসঘাতক, বেইমানের স্থান হবে না বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আজম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীকের বিরোধিতা করেছেন, তাদের স্থান আর কোনোদিন আওয়ামী লীগে হবে না। তিনি দলের সব নেতাকর্মীদের নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

ইসলামপুর এসএমএআর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান মিজান, হাজি দিদার পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিন্নাহ ও ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট আব্দুস ছালাম।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।