ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সভায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
বিএনপির সভায় হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

বাগেরহাট: বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় দলীয় নেতাকর্মীদের হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, শনিবার রাতে বিএনপির সভায় হামলার অভিযোগ এনে পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুইয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। ওই মামলায় হাফিজ খান ও রিপন তালুকদার নামের দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় দলীয় নেতাকর্মীরা হামলা করে। বিএনপির অফিসে ভাঙচুর চালায়। তখন বিএনপির কার্যালয় থেকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ন আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, কামরুল ইসলাম গোড়া, অহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলীসহ ২৮ নেতাকর্মীকে হেফাজতে নেয় বাগেরহাট মডেল থানা পুলিশ। পরবর্তীকালে রাতে এটিএম আকরাম হোসেন তালিমের মামলায় হাফিজ খান ও রিপন তালুকদারকে গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, জেলা বিএনপির কার্যালয়ে একটি ভাঙচুর, হট্টগোল ও হামলার ঘটনায় সংঘর্ষ এড়াতে ২৮ নেতাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীকালে শনিবার রাতে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে নেওয়া ২৮ জনের মধ্যে মামলায় এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিএনপির দলীয় একটি সূত্রে জানা যায়, বাগেরহাটের বিভিন্ন উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করেছিল আহ্বায়ক কমিটি।

>> বাগেরহাটে বিএনপির ২৮ নেতাকর্মী পুলিশ হেফাজতে

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।