ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ করলেন নিপুণ রায় 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
কেরানীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ করলেন নিপুণ রায় 

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করেছে দক্ষিণ কেরানীগঞ্জ শাখা বিএনপি।  

সোমবার (১৫ নভেম্বর) সকালে থানার জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের বিভিন্ন জায়গায় পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন মাস্টার, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহ নেওয়াজ, থানা যুবদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, জয়নাল আবেদিন, সোহেল রানাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  

এসময় পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন দলের সিনিয়র নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।