ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সালথায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
সালথায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার 

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মো. নাসির উদ্দিন (৩৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

নাসিরউদ্দিন উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বাংলানিউজকে বলেন, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় নাসিরউদ্দিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে সালথা থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।