ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু

খুলনা: দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে খুলনায় বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় মহানগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করে খুলনা জেলা ও মহানগর বিএনপি।

সমাবেশে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সমাবেশে প্রধান অতিথি রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায় ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মশিউর রহমান।

দলের নেতাকর্মীরাও মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা শুরু করেছেন। সড়কে নেতাকর্মীদের অবস্থানের কারণে মহানগরের আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।