ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
খালেদার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ চলছে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর)  বেলা একটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোরআান তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

এর আগে দুপুর ১২ টা থেকে রাজধানীর বিভিন্ন থানা থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হয় দলীয় নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।  

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

সমাবেশ পরিচালনা করছেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক,  দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।  

একই দাবিতে দেশের আটটি বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১ 
এমএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।