বরিশাল: বরিশালে মহানগর ছাত্রদলের পরিচিতি সভায় দুই পক্ষের মধ্যে দুই দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ছাত্রদলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দুপুর থেকেই নগরের বিভিন্ন ওয়ার্ড ও কলেজ ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহলে রাঢ়ীসহ মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়া নেতারা।
পরিচিতি সভার একপর্যায়ে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি সমর্থক ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। কয়েক দফা হাতাহাতির পর ছাত্রদলের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন কবির বলেন, হাতাহাতির বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা, আমাদের বিরোধী পক্ষের লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে।
তবে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বলেন, আমি প্রোগ্রামে ছিলাম না, আমার সমর্থকদের নাম জড়ানো হচ্ছে চক্রান্ত করে।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২২
এমএস/এমজেএফ