ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রৌমারীতে নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বাসদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
রৌমারীতে নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বাসদের বিক্ষোভ বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম: প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদের ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট।  

বুধবার (২ মার্চ) দুপুরে রৌমারী উপজেলা শাখা বাসদের ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।


সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দীন আহমেদ, আব্দুর রাজ্জাক ও ময়েন উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা দাবি জানান, চাল, ডাল, তেলসহ সব নিত্য প্রয়াজনীয় জিনিসপত্রের দাম অবিলম্বে কমাতে হবে। কর্মহীন মানুষদের কাজ দিতে হবে। আর্মি রেটে রেশন, কৃষি ফসলের ন্যায্য দাম দিতে হবে। সার, বীজ ও কীটনাশকের দাম কমাতে হবে। ষাটোর্ধ্ব সব নাগরিকদের ১০ হাজার টাকা ভাতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।