ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

রাজনীতি

বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বান্দরবানে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবান: বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য জ্বলন্ত তংচঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কয়েকজন ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে চাঁদা তোলার সময় হঠাৎ সেখানে আসা আরেকটি দলের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

এসময় দুই পক্ষ পাল্টাপাল্টি গুলি ছুড়লে জ্বলন্ত তংচঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মাংয়ং ম্রো বলেন, দুই গ্রুপের চাঁদা তোলাকে কেন্দ্র করে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি, তদন্ত) কানন চৌধুরী জানান, খবর পেয়ে সন্ধ্যায় পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। তারা ফেরত এলে আরও বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।