ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

আট জেলায় বিএনপির কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
আট জেলায় বিএনপির কমিটি অনুমোদন

ঢাকা: বিদ্যমান কমিটি বিলুপ্ত করে আটটি জেলায় নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ এপ্রিল) দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেসব জেলা কমিটি অনুমোদন করা হয়েছে সেগুলো হলো- রংপুর জেলা ও রংপুর মহানগর, ফরিদপুর মহানগর, ফরিদপুর জেলা, নওগাঁ জেলা, বরগুনা জেলা, পিরোজপুর জেলা ও পাবনা জেলা।

আহ্বায়ক ও আংশিক আহ্বায়ক কমিটিসমূহ হলো-

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি
আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফছার আলী, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সদস্য মোহাম্মদ আলী সরকার, সদস্য সাইদা রহমান জোসনা, সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, সদস্য এমদাদুল হক ভরসা, সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সদস্য মামুনুর রশিদ মামুন, সদস্য কাজী খয়রাত হোসেন, সদস্য মিজানুর রহমান রন্টু, সদস্য সাখাওয়াত হোসেন শাহান, সদস্য আমিনুল ইসলাম রাঙ্গা, সদস্য সাজেদুর রহমান রানা, সদস্য অ্যাডভোকেট শফি কামাল, সদস্য মোকাররম হোসেন সুজন, সদস্য বজলুর রহমান বাদল, সদস্য ফিরোজ আলম, সদস্য মাহফুজুর রহমান মিঠু, সদস্য গোলাম রাব্বানী, সদস্য আখেরুজ্জামান মিলন, সদস্য মনায়েম ফারুক, সদস্য মতিয়ার রহমান, সদস্য মো. নজির হোসেন চেয়ারম্যান, সদস্য হারুন অর রশিদ, সদস্য লিটন পারভেজ, সদস্য শামসুল হক ঝন্টু, সদস্য হুমায়ন কবির মানিক, সদস্য মাহামুদুন্নবী পলাশ, সদস্য মোস্তাফিজুর রহমান বিপু, সদস্য আনোয়ার শাহাদত, সদস্য মাসুক জালাল রাহাত, সদস্য নাজমুল হুদা, সদস্য মোতাহরুল ইসলাম নিক্সন পাইকাড়, সদস্য আবু হানিফ বোচা।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি
আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহ্বায়ক রইচ আহম্মেদ, সদস্য সচিব মাহফুজ-উন-নবী-ডন, সদস্য মোছা. রিটা রহমান, সদস্য মো. রুহুল আমিন বাবলু, সদস্য কাওছার জামান বাবলা, সদস্য নুর মোহাম্মদ মুক্তিযোদ্ধা, সদস্য সুলতান আলম বুলবুল, সদস্য সালেকুজ্জামান সালেক, সদস্য অ্যাডভোকেট রেবেকা সুলতানা ফেন্সী, সদস্য আনছার আলী মুক্তিযোদ্ধা, সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য অধ্যক্ষ মকবুর হোসেন, সদস্য অধ্যাপক ডা. আকমল হাবিব চৌধুরী, সদস্য মির্জা বাবর বাবলু, সদস্য আশফাকুল ইসলাম বসুনিয়া আজাদ, সদস্য রাশেদুন নবী খান বিপ্লব, সদস্য অ্যাডভোকেট একরামুল হক, সদস্য আব্দুল সালাম, সদস্য জামিল খান, সদস্য সারোয়ার হোসেন, সদস্য সেলিম চৌধুরী, সদস্য সামসুজ্জোহা সাজু, সদস্য মোছা. আরজানা সালেক, সদস্য মো. রেজাউল ইসলাম লাভলু, সদস্য নাজমুল আলম নাজু, সদস্য ডা. নিখিল শংকর গুহ রায়, সদস্য মো. মোহসীন আলী, সদস্য প্রভাষক শাহিনুল ইসলাম, সদস্য কাজী পেনন, সদস্য আব্দুস সালাম মিয়া, সদস্য মো. আমজাদ হোসেন, সদস্য ইঞ্জি. মো. আশিকুর রহমান, সদস্য আবু আলী মিঠু, সদস্য রফিকুল আজাদ, সদস্য রফিকুল ইসলাম রফিক, সদস্য আব্দুল খালেক, সদস্য শাহনেওয়াজ লাবু, সদস্য প্রভাষক আবেদ আলী, সদস্য অ্যাডভোকেট ফরিদুল গনি রুবেল, সদস্য হারুন অর রশিদ হারুন।

ফরিদপুর মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল, যুগ্ম আহ্বায়ক মো. তৈয়ব আক্তার টুটুল, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল (কমি.), যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের, যুগ্ম আহ্বায়ক সরফরাজ করিম, যুগ্ম আহ্বায়ক শামসুল আরেফীন সাগর (কমি.), যুগ্ম আহ্বায়ক মো. শামসুর রহমান কুটু, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিলার (কমি.), যুগ্ম আহ্বায়ক আলমগীর ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক এমদাদ, সদস্য মোস্তফা মাহমুদ পরাগ, সদস্য কাইয়ুম মিয়া, সদস্য মো. কামরুল ইসলাম মিল্টন, সদস্য রাজন খান।

ফরিদপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে  এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু, যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী ভূঁইয়া রতন, যুগ্ম আহ্বায়ক আজম খান, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, সদস্য রশিদুল ইসলাম লিটন, সদস্য শহীদ পারভেজ, সদস্য মোস্তাক হোসেন বাবলু, সদস্য জাফর হোসেন বিশ্বাস, সদস্য অ্যাডভোকেট গুলজার মৃধা, সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আলম, সদস্য জসিম উদ্দিন মৃধা

নওগাঁ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম রানা, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালে ফারুক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু।

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, সদস্য আবুল কালাম আকন্দ।

পাবনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি
আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক আবু ওবায়েদ শেখ তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদ রহমান মাসুদ খন্দকার।
 
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।