ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাপার ইফতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
জাপার ইফতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ঢাকা: আগামী ২৩ এপ্রিল বিকেলে হোটেল রেডিসন মিলনায়তনে অনুষ্ঠেয় কুটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের দেওয়া ইফতার অনুষ্ঠানে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবরে জাপা চেয়ারম্যানের দেওয়া আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু ও দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবিরুল ইসলাম জাপা চেয়ারম্যানের দেওয়া আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন।  

জাপা চেয়ারম্যানর আমন্ত্রণপত্র পৌঁছে দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। এ সময় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।