ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে ছাত্রদলের ঝটিকা মিছিল, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
পঞ্চগড়ে ছাত্রদলের ঝটিকা মিছিল, আটক ৫ প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টায় পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- পঞ্চগড় জেলা ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা (২৯), জেলা ছাত্রদলের সদস্য রাশেদুল হক আকরাম রাশেদ (২৯), সদস্য পারভেজ মোশারফ (২৫), সদস্য শাহিনুর রহমান শাহিন (২৫) ও আসাদুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, রাতে পঞ্চগড় শহরের এলজি শোরুমের সামনে থেকে মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গেলে পুলিশ ধাওয়া করে ৫ নেতা-কর্মীকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তারা হঠাৎ করেই রেলিটি বের করে। যেটা কোনো কর্মসূচির আওতায় ছিল না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারত। তাই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।