ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

জোনায়েদ সাকির ওপরে হামলায় ৯ সংগঠনের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুন ৮, ২০২২
জোনায়েদ সাকির ওপরে হামলায় ৯ সংগঠনের নিন্দা

ঢাকা: চট্টগ্রামে জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নয় সংগঠন।

নয় সংগঠনের সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সারওয়ার মোর্শেদ, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত ও কমিউনিস্ট ইউনিয়ন আহ্বায়ক ইমাম গাজ্জালী এক যৌথ বিবৃতিতে মঙ্গলবার (৭ জুন) চট্টগ্রামে জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চ নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সরকার দলীয় গুণ্ডাদের দিয়ে হামলা চালিয়ে জনগণের মুখ বন্ধ করতে চাচ্ছে।

বিবৃতিতে নেতারা বলেন, সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যুর ঘটনা যখন সরকারের দুর্নীতি লুন্ঠন দায়িত্বহীনতাকে উন্মোচন করে চলেছে সে সময় বিরোধী মত দমনে সরকার বেপরোয়া সন্ত্রাস চালাচ্ছে।

করোনা অতিমারিতে জনগণের জীবন এমনিতেই দুর্বিষহ, চাল ডাল আটা ভোজ্য তেল, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণ যখন দিশেহারা, তখন গ্যাস-বিদ্যুত পানির মূল্যবৃদ্ধি করে সরকার জনগণের ওপর আরেক হামলা করছে।

বিবৃতিতে জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।