ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে রেজাউল মোল্লা (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৩ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

রেজাউল ওই গ্রামের বকু মোল্লার ছেলে। তিনি দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউলের সঙ্গে একই বংশের ইজাজুল মোল্লাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলা ছিল। সোমবার ওই মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে রেজাউল মোল্যার জয় হয়। এ নিয়ে আদালত চত্বরেই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

বাড়িতে আসার পর তালবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ায় রেজাউল মোল্লাদের বাড়ির সামনে আরেকদফা দু’পক্ষের মধ্যে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা রেজাউল মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় রেজাউলের অন্য দু’ভাই অসি মোল্লা ও কচি মোল্লা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পর রেজাউল মোল্লাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা বাংলানিউজকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকান্ড ঘটছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ১৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।