কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে ট্রলার থেকে পড়ে হাবিবুল্লাহ হাবিব (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যার দিকে করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মারিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওরে যান হাবিব ও তার সাত বন্ধু। সারাদিন মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেন। সন্ধ্যার দিকে হাওর থেকে ফিরছিলেন তারা। এসময় ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসা ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় ট্রলার থেকে পড়ে যান হাবিব। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও তার (হাবিব) সন্ধান পাননি। ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু রাত ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার (১৫ জুন) সকালে আবার উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানা গেছে।
এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান হলুদসহ নিখোঁজ হাবিবুল্লাহ হাবিবের আত্মীয়-স্বজনেরা।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
আরএ