ঢাকা: মহানবীকে কটুক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টার পর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের ব্যানারে মিছিল বের করে সহস্রাধিক মুসল্লি।
সাড়ে ১২টার দিকে মিছিল নিয়ে শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। ব্যারিকেডের মুখে তারা শান্তিনগরেই শান্তপূর্ণভাবে মিছিল শেষ করে ফিরে যান।
এ সময় ইসলামী আন্দোলনের পক্ষে ভারতীয় দূতাবাসে প্রতিনিধিদল গিয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।
ইসলামী আন্দোলনের মিছিলে পল্টন থেকে শান্তিনগর সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে দীর্ঘ জটলার সৃষ্টি হয়েছে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ বাংলানিউজকে বলেন, বায়তুল মোকাররমে সমাবেশ শেষ করে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তিনগর মোড়ে তাদের আটকে দেই।
মিছিলকারীদের পক্ষে ৫ জনের প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে রওনা দিয়েছেন। তারা ভারতীয় দূতাবাসের বাংলাদেশ প্রতিনিধির কাছে স্মারকলিপি দিবেন।
এদিকে, শান্তিনগর মোড়ে মিছিল শেষ করে তারা শান্তিপূর্ণভাবে চলে গেছেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
পিএম/কেএআর